QR code তো আমরা সবাই দেখেছি, কিন্তু কখনো আমের গায়ে QR Code দেখেছেন কি? তাহলে, এক্ষুনি দেখুন এই ভিডিও…….

সংকল্প দে মালদা :- হ্যাঁ প্রথমে সবাই দেখে অবাক হয়ে গেলেও, বাস্তবেই কিন্তু এই অসম্ভব ঘটনা ঘটেছে খোদ মালদার বুকে……Qr code ছাড়া, আজ যখন সবকিছু অচল ঠিক তখন, আময়ের গায়ে দেখা মিলেছে, এই বহুল চর্চিত qr coder এর….কিন্তু, প্রশ্ন একটাই!সবকিছু ছেড়ে আম য়ের গায়ে কেন এই Qr? দেখুন, সেই তাজ্জব হয়ে যাওয়া ঘটনা…এটি মালদার আম কিনা সে তথ্য জানতে পারবেন আপনি।

নতুন এই পদ্ধতি ইতিমধ্যে চালু হয়েছে মালদার আমে।মালদহ জেলা উদ্যান পালন দফতরের পক্ষ থেকে এই বছর থেকেই এই কিউআর কোড ব্যবহার করা শুরু হয়েছে। ইতিমধ্যে মালদহের লক্ষণভোগ, ফজলি ও হিমসাগর আম জিআই পেয়েছে। এই তিন প্রজাতির আমে প্রথম কিউ আর কোর্ড ব্যবহার করা হচ্ছে। মালদহের রতুয়ার দেব নারায়ন ঘোষ নামে এক আমচাষী প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে এসেছেন।

উদ্যান পালন দফতরের সহযোগিতা এই প্রথম তিনি তিনটি প্রজাতির আমে এই কিউআর কোড ব্যবহার করছেন। দিল্লি আম মেলায় তিনি আম নিয়ে গিয়েছেন।

সেখানে তাঁর বাগানের আম কিউআর কোড ব্যবহার করে বিক্রি হচ্ছে।আগামীতে উদ্যান পালন দফতরের উদ্যোগে জেলার সমস্ত কৃষকদের আমে এই কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এতে করে খুব সহজেই মালদহের আম চিনতে পারবেন সাধারণ ক্রেতারা।