৩০ টি সোনার বিস্কুট উদ্ধার গ্রেপ্তার তিন

মলয় দে নদীয়া :-বিএসএফের ব্যাপক সাফল্য ।বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে বর্ডার ফাঁড়ি বোর্নবেরিয়া, বিএসএফ গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে ৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সীমান্ত এলাকায় সোনা চোরাচালান বানচাল করে এবং 30টি সোনার বিস্কুটসহ তিন চোরাকারবারীকে হাতেনাতে ধরে ফেলে।

গ্রেফতার করা হয়েছে তিনজনকে । বিএসএফ সূত্রে খবর চোরাকারবারীরা যখন এই সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে ডেলিভারির জন্য পাচার করতে যাচ্ছিল সেই সময় বিএসএফ তাড়া করলে তিন ব্যক্তি সোনার বিস্কুট নিয়ে পালানোর চেষ্টা করে ।

বিএসএফ জওয়ানরা তাড়া করে তিন পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় সোনার বিস্কুট । উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন 3.4 কেজি এবং বাজার মূল্য 2,48,49,920/- টাকা।