সমুদ্রে মাছ ধরে ফেরার সময়, দেখুন ১৮ জনের সাথে কি ঘটে গেল……..

বাবলু প্রামাণিক দক্ষিণ 24 পরগনা :- এইজন্যেই বলে, ভাগ্যবিধাতার ৪ ইঞ্চি কপালে, কখন কি যে ঘটে তা হয়তো স্বয়ং উপরওয়ালাই জানে…না হলে, প্রতিদিনের মতন এদিন সকালটা স্বাভাবিক থাকলেও, মাঝপথেই যেন দেখতে হল এই অভিশপ্ত দিন….আস্ত একটি ট্রলার, সমুদ্রে মাছ ধরে ফেরার সময়, যেন ভাসিয়ে নিয়ে গেল ১৮ জনকে…কিন্তু কিভাবে ঘটল মাঝপথে এই বিপত্তি? দেখুন সেই ঘটনা….ঘটনাটি ঘটেছে, বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপের কাছাকাছি।

তবে ডুবে যাওয়া ট্রলারে থাকা ১৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় মৎস্যজীবী সংগঠন সুত্রে খবর এফ. বি. রাজনারায়ণ নামক একটি ট্রলার সমুদ্রে মাছ ধরে উপকূলে ফিরে আসছিল। কেঁদো দ্বীপের কাছাকাছি হঠাৎই ট্রলারটির হোস্ট পাইপ ফেটে গিয়ে নিচ থেকে জল ঢুকতে থাকে। ধীরে ধীরে ট্রলারটি তলিয়ে যায়।

ওই সময় ডুবে যাওয়া ট্রলারের পাশাপাশি থাকা এফ. বি. সপ্তর্ষি নারায়ণ নামক অন্য একটি ট্রলার ১৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করে। তবে ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও ট্রলারটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। মৎস্যজীবীরা সবাই সুস্থ রয়েছেন।