এলাকায় কি এমন ঘটলো যে, শয়ে শয়ে রূপান্তরকামী ছুটে এলো খোদ রাস্তায়? দেখুন, সেই কান্ড..

বিশ্বজিৎ নাথ ব্যারাকপুর :- কি ভাবছেন, তারা তো সমাজের পিছিয়ে পড়া! তাহলে, তারা হঠাৎ কেন এমনভাবে ক্ষেপে উঠলো?এক বা দুজন নয় বরং সয়ে শয়ে রূপান্তরকামীরা এবার ছুটে এলেন রাস্তায়…কিন্তু কেন? দেখুন বিস্তারিত…..এদিন ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে পদযাত্রা শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে চিড়িয়ামোড় পর্যন্ত যায়।

সেখান থেকে বিটি রোড ধরে সেই পদযাত্রা খড়দা থানার সামনে গিয়ে শেষ হয়। পদযাত্রা থেকে তারা বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলেন তাঁরা । পদযাত্রায় যোগ দিয়ে অনুরাগ মৈত্রয়ী বলেন, এটা ট্রান্সজেন্ডারদের গৌরবের মাস।

জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে তারা সমস্ত বৈষম্যের বিরুদ্ধে ভালোবাসাকে অগ্রাধিকার দিতে চান। যদিও তারা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত।

পরিষেবার ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। অনুরাগের বার্তা, তাদের শেষ কথা ভালোবাসা । তাদের শেষ কথা বৈষম্যহীনতা ।