এলাকার এক টোটো চালক রাস্তায় টাকা, গহনা, ATM কার্ড ও জরুরী কাগজপত্র পেয়ে এ কি কান্ড ঘটালো? দেখুন….

সানি রয় জলপাইগুড়ি :- সারাদিন টোটো চালিয়েও যেন নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু তার ভাগ্যে যে ভগবান এমন ভাবে ধন প্রাপ্তি লিখে দেবে, তা হয়তো তিনি স্বপ্নেও কখনো ভাবেন নি…টোটো নিয়ে রাস্তায় বের হতেই, যেন তার চক্ষু চরক গাছ, আস্ত একটি মানিব্যাগ দেখতে পেয়েই, সাথে সাথে পকেট বন্দি..কিন্তু তারপর সে যা ঘটালো, সেটি দেখলে হয়তো আপনি চমকে উঠবেন….’পরের ধন নাহি লবে, চিরদিন সুখে রবে’যদিও ঘটনাটি, জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকার টোটো চালক গৌরাঙ্গ রায় টোটো চালানোর সময় একটি ম্যানি ব্যাগ কুড়িয়ে পায়। আর সেই ম্যানি ব্যাগে নগদ টাকা, সোনার গহনা সহ এটিএম কার্ড ও পরিচয়পত্র ছিল।

টোটো চালক গৌরাঙ্গ রায় ম্যানি ব্যাগ টি প্রকৃত মালিকের কাছে পৌঁচ্ছে দিতে কোতোয়ালি থানার দারস্থ হন রবিবার রাতে। তিনি ম্যানি ব্যাগটি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের হাতে তুলে দেওয়ার পর জানান আমি ছোটো বেলায় বইয়ে পড়েছিলাম ‘পরের ধন নাহি লবে, চিরদিন সুখে রবে।’

তাই মানুষের ধনের প্রতি আমার লোভ লালসা নেই। অন্যদিকে রবিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত জানান গৌরাঙ্গ বাবুকে সাধুবাদ জানাই। সমাজের প্রত্যেকটি নাগরিকের এরকমই কর্তব্যরত হওয়া উচিত।’