হতে পারে সে প্রতিবন্ধী, কিন্তু তার অসীম জেদের কারণে, দেখুন শেষমেশ কি কান্ড ঘটালো?

সংকল্প দে মালদা :- কথায় বলে না ভগবানই হোক বা আল্লাহ, কাউকেই সমান করে পাঠায় না।কিন্তু কেউ তার প্রতিবন্ধকতা নিয়ে দূরে সরে যায় এই সমাজ থেকে, আবার কেউ সেই প্রতিবন্ধকতাকে জয় করেই, সকলের সামনে ঘটিয়ে বসে এমন কান্ড….হ্যাঁ এই মুহূর্তে আমরা যেটা বলছি সেটা আপনি ঠিকই শুনছেন….ঠিক এমনই একজনকে পাওয়া গেল এবার আমাদের ক্যামেরায়……মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয় থেকে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ হয়েছে চারু। চারুর বাড়ি চৌকি মিরদাদপুর অঞ্চলের শ্যামপুর এলাকায়। চারু উচ্চ শিক্ষা অর্জন করতে চাই। চারুর ইচ্ছে কলেজে পড়বে এবং বিভিন্ন চাকরির পরীক্ষার কোচিং করবে। কিন্তু পরিবারের সামর্থ্য নেই টাকা দেওয়ার। চারুর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। কোন কাজ করতে পারেনা।

মা শ্রমিক হিসেবে কাজ করেন। কখনো কাজ পান কখনো আবার পান না। মায়ের উপার্জনে সংসার চালানো হিমশিম অবস্থা। চারুর পড়ার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে আর্থিক দুরাবস্থা। চারুর ইচ্ছে আমি পড়াশুনা করে চাকরি করে আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি। আমি প্রতিবন্ধী। আমি তো পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারবোনা। তাই পড়াশোনা করতে চাই।তবে, এই প্রতিবন্ধীকে ফুলমালা ও মিষ্টান্ন দিয়েই এবার সংবর্ধনা দেন সমাজসেবী জিমিদার। কলেজে ভর্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন সমজসেবী জমিদার।