হঠাৎ কিসের দাবি নিয়ে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ল বিকাশ?

সানি রয় জলপাইগুড়ি :- কেউ পায়ে হেঁটে, কেউবা আবার সাইকেলে করে পূরণ করছেন তাদের স্বপ্ন / আর এই খবর তো আমরা প্রায়শই দেখে থাকি…কিন্তু, এই বিকাশের স্বপ্ন যেন সম্পূর্ণ আলাদা…কারণ তার স্বপ্ন বলতে একটাই / রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করা…..কিন্তু হঠাৎ এমন স্বপ্ন কেন? জানুন…ডুয়ার্সের প্রত্যন্ত গ্রাম জলপাইগুড়ি জেলার নাগরাকাটার ধুমপাড়া এলাকা থেকে শান্তির বার্তা ও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে স্কুটিতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন বিকাশ রায়। নিজেকে তিরঙ্গায় সজ্জিত করে যাত্রা শুরু করেন তিনি, যাত্রার শুরুতেই স্থানীয়দের তরফে দেওয়া হয় তাকে সংবর্ধনা।নাগরাকাটার আংরাভাষা ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধুমপাড়ার কানকাটা এলাকার বাসিন্দা বিকাশ রায় বলেন, স্বাধীনতা দিবসের দিন কলকাতার রেড রোডে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে তিনি যোগ দিতে চান। খুব ইচ্ছে সুযোগ পেলে একবার দেখা করবেন মুখ্যমন্ত্রীর সাথে। সেই সাথে তিনি আরও জানান, এর আগেও তিনি এমন যাত্রা করেছেন কিন্তু কলকাতা কখনো যাননি। রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তিরঙ্গা সজ্জিত হয়ে স্কুটিতে করে এই যাত্রার আরও একটা উদ্দেশ্য শান্তির বার্তা দেওয়া।