স্কুলের হাতে রক্ষা পেল এলাকাবাসীর জীবন!

বাইরে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সদ্য স্কুলে পড়েছে পরীক্ষা শেষের ঘন্টা এমনই সময় ক্লাসের এক ছাত্র হন্তদন্ত হয়ে ছুটে এল শিক্ষকের কাছে সাহায্যের জন্য, আর সেই মুহূর্তেই গোটা স্কুলের বীরক্রমতার জেরেই রক্ষা পেল এলাকাবাসীর জীবন। পঞ্চম শ্রেণীর ছাত্র সৌম ছুটে এসে খবর দিল তাদের স্কুলের উত্তরের দিকের জঙ্গলে কেউ বা কারা আগুন লাগিয়েছে।

আর আজ যেভাবে জোরালো বাতাস বইছে তাতে এই মুহূর্তে কিছু একটা করতে না পারলে হয়তো পুড়ে যাবে অনেকটাই এলাকা। প্রথমদিকে শিক্ষক ছাত্রদের নিয়ে এমন বিপদের মুখোমুখি হতে কুণ্ঠাবোধ করলেও ছাত্ররা নিজেদের সাহসিকতার পরিচয় দিয়ে এগিয়ে এসে জানাই যে তারা প্রস্তুত নিজেদের গ্রামকে বাঁচাতে এমন ঝুঁকি নিতেও।

প্রায় এক ঘণ্টা আগুনের সাথে কঠিন মোকাবিলা করে আগুন নিয়ন্ত্রণে আনে স্কুলের ছাত্র-ছাত্রীরা যার ফলে রক্ষা পেয়েছে বাঁকুড়া জেলার খাগ জুনিয়র হাই স্কুলের নিকটবর্তী জঙ্গল ও এলাকা