মেয়ের স্কুল ফি দিয়ে ধোনি দর্শন!

ক্রিকেট জগতে মহেন্দ্র সিং ধোনি যেন এক সর্বদা উজ্জ্বল নক্ষত্রের নাম। সারা বিশ্ব জুড়ে ধোনির অসংখ্য সমর্থক রয়েছে। ৪২ বছর বয়সেও তিনি যে কোন তরুণ খেলোয়ারদের ফিটনেসের দিক থেকে টেক্কা জানানোর ক্ষমতা রাখেন। সম্প্রতি আইপিএল মরশুমেয় নিজের উইকেট কিপিং ও ব্যাটিং দক্ষতা দিয়ে বারবার নিজেকে প্রমাণ করেছেন ধোনি। ধোনিকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উন্মাদনা এতটাই যে আমরা মাঝেমধ্যেই শুনতে পাই অবিশ্বাস্য কিছু কীর্তিকলাপের বর্ণনা। এবার এমনই এক কীর্তি করে আলোড়ন সৃষ্টি করেছে এক ভক্ত।

গত ৮ ই এপ্রিল এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচে শুধুমাত্র ধোনিকে এক ঝলক দেখতে পাওয়ার আশায় নিজের জমানো ৬৪ হাজার টাকা অকাতরে খরচ করলেন এক ভক্ত। নিজের মেয়েকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সেই ব্যক্তি। এই প্রসঙ্গে একটি ভিডিও এখন ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। ভিডিওটিতে এক ব্যক্তি বলছেন যে তিনি টিকিট পেয়েছিলেন না তাই বাধ্য হয়ে শুধুমাত্র ধোনিকে দেখার জন্য ব্ল্যাক এ চড়া দামে টিকিট কিনেছিলেন। টিকিটের দাম পড়েছে ৬৪০০০ টাকা। সেটা ছিল তার জমানো পুঁজি, তাই এখনো মেয়ের স্কুলের ফি দিতে পারেননি। ওই ব্যক্তির মেয়ে জানায় তার বাবা অনেক পরিশ্রম করে টিকিট জোগাড় করেছিল। ধোনি যখন মাঠে নেমেছিলেন তখন তারা খুব খুশি হয়েছিলেন। চেন্নাই কলকাতা ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা কুড়ি ওভারে 9 উইকেট এর বিনিময়ে 137 রান করেছিল। টার্গেট চেস করতে নেমে ১৭.৪ ওভার এ মাত্র 3 উইকেট হারিয়ে লক্ষে পৌঁছায় চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের অধিনায়ক রতুরাজ গাইকোয়ার ৫৮ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন জাদেজা। আইপিএল টুর্নামেন্টে সিএসকের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ সেরা পাওয়ার তালিকায় ধোনির সমতুল্য হয়েছেন তিনি।

Leave a Comment