মেয়ের বিয়ের দিন সকালে বাবা না এসে, কিভাবে এসে পৌঁছালো বাড়িতে কফিনবন্দি দেহ?

উজ্জ্বল পাল মালদা :- মেয়ের বিয়ে বলে কথা, তাই গোটা বাড়ি জুড়েই আজ সাজো সাজো রব, বাবা ও আসছে ভিন রাজ্য থেকে কাজের ছুটি নিয়ে তার মেয়ের বিয়েতে যোগ দিতে, সকাল থেকেই বাড়িতে বিয়ে বিয়ে রব, বাজছে সানাইও, কিন্তু, মুহূর্তেই যেন সেই বিয়ের পরিবেশ পরিণত হলো নিরানন্দে। কারণ যে বাবা আসার কথা ছিল সে না এসে, এসেছে তার কফিনবন্দী মৃতদেহ।কিন্তু হঠাৎ বিয়ের দিনই কেন এই মেয়ের মন পড়লো এমন ভাবে? দেখুন, সেই বেদনাদায়ক ঘটনা…যেদিন কথা ছিল মেয়ের বিয়ে হওয়ার।তাই বিয়ে উপলক্ষে ওদিন বাড়িতে আসার কথা ছিল ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক বাবার। বাবা এলেন ঠিকই। কিন্তু কফিনবন্দি হয়ে ফিরলেন। কান্নায় ভেঙে পড়লো পরিবারসহ গোটা গ্রাম। মালদার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু মিছিল যেন কিছুতেই থামছে না।

এবার পাঞ্জাবে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিদুল হকের (৪৫)।পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতেন আজিজুল।গত পরশু কর্মস্থল থেকে মোটরবাইক নিয়ে নিজের বাসার দিকে ফিরছিলেন।সেই সময় পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পাঞ্জাব পুলিশ দেহটি উদ্ধার করা ময়না তদন্তের জন্য পাঠায়।বুধবার আজিদুলের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে ফিরতেই,শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিন ফেরার পর পরিবারের পাশে দাড়ান স্থানীয় জেলা পরিষদ সদস্যা তথা ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন সহ পঞ্চায়েতের জন-প্রতিনিধিরা।তবে কি এর পেছনে দায়ী আজকের এই বেকারত্ব?