ভোট গণনার ৪৮ ঘন্টা আগেই, নদীয়ার এই সিপিএম নেতার কি হাল করে ছাড়লো তৃণমূল? দেখুন….

মলয় দে নদীয়া :- আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই ভাগ্য নির্ধারণ হতে চলেছে প্রতিটি রাজনৈতিক দলের।তবে কে হবে রাজা আর কে হবে ফকির, এখন এটাই ক্রমশ প্রকাশ্য হলেও, তারই মাঝে নদীয়ার বুকে ঘটে গেল, এই ঘটনা….তবে সম্পূর্ণ, অভিযোগের তীর তৃণমূলের দিকে থাকলেও, ঠিক কি এমন ঘটলো এই সিপিএম নেতার সাথে? দেখুন, বিস্তারিত….কাউন্টিং এর আগেই সিপিআই(এম) নেতা অপূর্ব মজুমদার আক্রান্ত তৃণমূল কর্মীদের হাতে অপূর্ব মজুমদার রানাঘাট ২ নং ব্লকের নোকারী অঞ্চলের সিপিআই(এম) নেতা।

অভিযোগ রানাঘাট দু নম্বর ব্লকের সভাপতি আশীষ দাস ওরফে রাজু তার নেতৃত্বে একদল দুষ্কৃতী আক্রমণ করে রানাঘাট পুর্ব ১ এরিয়া কমিটির সিপিআই(এম) নেতা অপুর্ব মজুমদার। এলাকার সিপিএম কর্মীরা তাকে নিয়ে এই মুহূর্তে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে।