দেখুন এক রাস্তার ভিখারিকে বিশ্বাস করে, গোটা গ্রাম জুড়ে এ কিসের আতঙ্ক ছড়িয়ে পড়লো?

সানি রায় জলপাইগুড়ি :- কে বোকা? আমরা নাকি এই ভিখারি?তবে, দেখতে তাকে হুবহু ভিখারীর মতন লাগলেও, তার ছদ্মবেশের আড়ালে যে, এইরূপ লুকিয়ে ছিল, তা জানলে হয়তো আপনি এইমুহূর্তে চমকে উঠবেন।কারণ, এই ঘটনা দেখে হয়তো আপনার বাড়ি দূরে থাক, এমনকি আপনারা এলাকাতে দেখলেই সাথে সাথেই সতর্ক হয়ে যাবেন..যদিও, এই ঘটনাটি ধূপগুড়ির গাদং-১ নং গ্রাম পঞ্চায়েতের কথাপাড়ার বেলতলী এলাকায় এক অভাবনীয় ঘটনা ।

ভিখারীর ছদ্মবেশে এসে এক ব্যক্তি গ্রামবাসী ফজলার রহমানের বাড়িতে ঢুকে নগদ ৫০ হাজার টাকা ও ২ ভুরি সোনা চুরি করে পালিয়ে যায়। আর যে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই,এক প্রত্যক্ষদর্শী জানান, আজ যখন তিনি বাড়িতে ছিলেন না, তখন একজন ভিখারী তাঁর বাড়িতে আসে।

কিছুক্ষণ পর ফজলার রহমানের বাড়ির লোকজন যখন বাড়িতে ফিরে আসেন, তখন দেখেন ঘরের আলমারি খোলা এবং তাতে রাখা নগদ ৫০ হাজার টাকা ও ২ ভুরি সোনা নেই।এই ঘটনায় ফজলার রহমান ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।