‘জমি দিবি, নাকি ছেলের মাথা নিবি? দেখুন, প্রকাশ্যে সেই হুমকি……..

সংকল্প দে বোলপুর :- কথায় আছেনা জোর যার মুলুক তার…হ্যাঁ ঠিক তেমনি, এবার এক ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়…কিন্তু জোরপূর্বক এমনভাবে জমি ছিনিয়ে নেওয়ার কারণ কি?আর সেই জমি না দিলেই নাকি, মিলবে ছেলের মাথা?দেখুন, প্রকাশ্যে এলো এ কোন ঘটনা….এমনই ভয়ংকর হুমকি দিয়ে বোলপুরে জমি দখলের অভিযোগ। পাঁড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের কসবা লাগোয়া এলাকায় বেসরকারি আবাসন তৈরির জন্য প্রায় ২২ বিঘা পাট্টা ও বর্গা জমি আদিবাসী সহ চাষিদের কাছ থেকে বলপূর্বক লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে৷ এই মর্মে বোলপুর মহকুমা শাসক থেকে শুরু করে বোলপুর ও জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন জমিহারারা৷ এমনকি, জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতির কাছেও লিখিত অভিযোগ করেছেন জমিহারারা। তাদের অভিযোগ, বেসরকারি আবাসন তৈরির জন্য বাড়িতে জমি মাফিয়ারা এসে হুমকি দেয়, মাত্র ৩০ থেকে ৫০ হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে জমি লিখিয়ে নেয়৷ বর্তমানে বিলাশবহুল আবাসনের পিছনে মাটি ও তালপাতার ঘরে বাস করছেন জমিহারা চাষি পরিবারগুলি৷তবে, শাসক দলের মদতে শান্তিনিকেতনে জমি মাফিয়াদের দৌরাত্ম্যে নতুন কিছু নয়।

এবার বোলপুরের পাঁড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের কসবা লাগোয়া ৫২ বিঘা জমি জুড়ে তৈরি হচ্ছে একটি বেসরকারি আবাসন। বিলাশবহুল কটেজ তৈরি করে চলছে বিক্রি। অভিযোগ, এই প্রকল্পের জন্য প্রায় ২২ বিঘা জমি বলপূর্বক লিখিয়ে নেওয়া হয়েছে। এই জমির মধ্যে আদিবাসীদের বর্গা-পাট্টা জমি রয়েছে, রয়েছে চাষিদের জমি। পাট্টা, বর্গা জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে, ‘জমি দিবি, নাকি ছেলের মাথা নিবি’। এই ভাবে হুমকি দিয়ে কাউকে ৩০ হাজার, কাউকে ৫০ হাজার টাকা দিয়ে জমি লিখিয়ে নেওয়া হয়েছে। এই মর্মে প্রায় ৩০ জন জমিহারা বীরভূম জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন।