কুয়োতে জল তুলতে গিয়ে কিভাবে চোখ উঠলো কপালে? দেখুন, জলের পরিবর্তে কিভাবে উঠল লিটার লিটার তেল…..

সানি রয় জলপাইগুড়ি :- কি আমাদের কথাটা শুনে চমকে উঠছেন?ভাবছেন, জলের পরিবর্তে তেল তাও আবার কুয়ো থেকে কিভাবে সম্ভবকিন্তু এই ঘটনা আপনার কাছে অসম্ভব বলে মনে হলেও, বাস্তবতেই তা ঘটে গেল এই এলাকায়…কিন্তু জল ভর্তি কুয়তে কোথা থেকে এলো তেল? দেখুন এর পেছনে আসল রহস্য……মাল ব্লকের ওদলাবাড়ি সংলগ্ন বিধানপল্লী এলাকার বাসিন্দাদের বেশ কয়েকদিন ধরেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাড়ির কুয়োর জলে মিশে রয়েছে তেল। সেই জল এক্কেবারেই ব্যবহারের অযোগ্য।

স্নান কিংবা পান বা কোনও কাজেই ব্যবহার করা যাচ্ছে না সেই জল। স্বাভাবিকভাবেই জল থাকতেও জলের চরম সংকটে দিন কাটাতে হচ্ছে।কিন্তু কেন এই দুর্ভোগ? কোথা থেকেই বা এই তেল এসে মিশছে এলাকার বাসিন্দাদের ব্যবহারের কুয়োয়? জানা গিয়েছে, ওদলাবাড়ি বিধান পল্লী এলাকায় রয়েছে ইন্ডিয়ান ওয়েলের সাব স্টেশন। যার ফলে এই স্টেশনের মাটির নিচেই রয়েছে তাদের তেলের বিভিন্ন পাইপ। বিধানপল্লী এলাকার বাসিন্দাদের অভিযোগ, সম্ভবত মাটির নিচে ইন্ডিয়ান ওয়েলের পাইপে লিকেজ রয়েছে।

সেই কারণে, সেই লিকেজ থেকেই তেল আশেপাশের বিভিন্ন বাড়ির কুয়োতে মিশছে। ফলত, এলাকার বহু বাড়ির কুয়োর জল নষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই।স্থানীয়দের বক্তব্য, এক বছর আগেও এই একই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু তখন এতোটাও খারাপ অবস্থা হয় নি কুয়োর জলের। কিন্তু এবছর কুয়োয় জল না তেল রয়েছে তা বোঝাই দায়! বারংবার তেলের সাবস্টেশনের কতৃপক্ষকে জানানো হলেও কোনও প্রকার সুরাহা হয় নি। তাই এভাবেই দিনের পর দিন জলের সংকটে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের