কখন আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল? দেখুন, ভয়াল সমুদ্রের সেই ইঙ্গিত….

বাবলু প্রামাণিক দক্ষিণ 24 পরগনা :- হ্যাঁ যা বলছি ঠিকই শুনেছেন, এবার এক নয়া আতঙ্ক ঘূর্ণিঝড় রেমাল…যা পূর্ববর্তী আইলা এবং আনফানের থেকেও হতে চলেছে চতুর গুন শক্তিশালী…তবে,বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হওয়া এক গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে আগামী রবিবারের মধ্যেই ল্যান্ড ফল করার প্রবল সম্ভবনা রয়েছে…তবে এদিন আমাদের ক্যামেরা ছিল,

একাধিক সমুদ্র উপকূলবর্তী এলাকায়…যদিও, আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী রেমাল নামক ঘূর্ণিঝড়, ২৪ঘণ্টার মধ্যে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সুন্দরবন এলাকায়।

সকাল থেকে ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার পুলিশ, নামখানা থানার পুলিশ গঙ্গাসাগর কোস্টাল, গঙ্গাসাগর থানা, কাকদ্বীপ থানা, হারু পয়েন্ট কোস্টাল, পাথরপ্রতিমা থানা, গোবর্ধনপুর কোস্টাল এবং সুন্দরবন উপকূলীয় থানার প্রশাসনের সঙ্গে নিয়ে সিভিল ডিফেন্স এর করবিরা বিভিন্ন জায়গায় প্রচার শুরু করলেন।