এ যেন ঘুমের মধ্যেই যমের বাড়ির দর্শন! মাঝরাতে, যেন বিছানাতে বসেই সাক্ষী থাকলো এই ঘটনার…..

মলয় দে নদীয়া :- কথায় বলে না ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না / তবে ক্ষেত্রে বিড়াল গাছে না উঠলেও, যেভাবে মাঝ রাতে বিছানাতে উঠে পরল আস্ত একখান গাড়ি / তা দেখলে হয়তো আপনিও থ হয়ে যাবেন…এমনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর ঘোড়ালিয়া ১২ নম্বর জাতীয় সড়কে। জানা যায় জাতীয় সড়কের পাশে রয়েছে একাধিক গৃহস্থ বাড়ি, ঠিক তেমনি গতকাল রাত্রি সাড়ে বারোটা নাগাদ গোবিন্দ দাসের মেয়ে মিঠু দাস ১১ ক্লাসের ছাত্রী বিছানাতেই পড়াশোনা করছিল। হঠাৎই বিকট শব্দ, স্কুল ছাত্রী মিঠু দাস পেছন ফিরতেই দেখে তার বিছানার পাশে রয়েছে দানবকার একটি গাড়ি, প্রাণ সংশয়ের ভয়ে চেঁচামেচি করতে শুরু করে সে, কারণ এমন ভয়াবহ চিত্র তার অভিজ্ঞতাই আজ পর্যন্ত সে দেখেনি তাও আবার তার বিছানার পাশেই। ছুটে আসে পরিবারের সদস্যরা, দৃশ্য দেখে চক্ষু চরক গাছ, প্রতিবেশীদেরও একই অবস্থা। কিছুটা সময় বাদে খবর পায় ট্রাফিক পুলিশ এছাড়াও শান্তিপুর থানার পুলিশকে খবর দেয়া হয়। ঘটনাস্থলে উভয়পক্ষের কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবে পন্যবাহী গাড়িটির চালক ঘটনার স্থল ছেড়ে পালিয়ে যায়। সূত্রের খবর কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছিল গাড়িটি, আর নিয়ন্ত্রণ হারিয়ে ১২ নম্বর জাতীয় সড়ক ওভারটেক করে ওই গৃহস্থ বাড়িতে ঢুকিয়ে দেয়। তবে কপালের জোর, অল্পের জন্য প্রাণে বেঁচে যায় স্কুল পড়ুয়া। মিঠু দাস পড়াশোনা করতে করতে আচমকা এই দৃশ্য দেখে তার চোখে মুখে যেন আতঙ্কের ছাপ তৈরি হয়েছিল।