আপনি কখনো দেড় মিনিটে স্বাধীনতা অর্জন করতে পারবেন? তাহলে, আজ একবার দেখুন এই ভিডিও…

সংকল্প দে ভদ্রেশ্বর :- কি আমাদের কথাটা বুঝতে পারলেন না?ভাবছেন মাত্র দেড় মিনিটে স্বাধীনতা অর্জন ব্যাপারটা কি?কিন্তু, আসন্ন ৭৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, এই খুদে তার প্রিয় দেশকে নিয়ে দেড় মিনিটের মাথায় যা কান্ড ঘটিয়ে বসলো, তা দেখলে হয়তো আপনি তাজ্জব হয়ে যাবেন…..হুগলীর ভদ্রেশ্বরের চাঁপদানী পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্রর বাসভবনের অনুষ্ঠান কক্ষে পৌরপ্রধান সুরেশ মিশ্রর উপস্থিতিতে ছোট্ট সৃজন এই অনন্য নজীর স্থাপন করলো। এর আগেও সৃজন অসংখ্য রেকর্ড করেছে।আগামীদিনে ওর লক্ষ্য গ্রীনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা। সেই লক্ষেই এখন থেকেই প্রস্তুতি চালাচ্ছে সে। মাত্র আট বছর বয়সেই সৃজন প্রায় পনেরো হাজারের মতো অ্যবস্ট্রাক্টের উপর সহ বিভিন্ন বিষয়ের ছবি সে অঙ্কণ করে ফেলেছে। মাত্র নয় মাস বয়স থেকেই ছবি অঙ্কণ শুরু করে ছোট্ট সৃজন। সম্প্রতি হুগলীর চন্দনগরের পশ্চিমবঙ্গ রাজ্য চারুকলা তথ্য সংস্কৃতি দপ্তরের অবনিন্দ্র আর্ট গ্যালারীতে সৃজনের একক চিত্রপ্রদর্শনী শালা ও অনুষ্ঠিত হয়েছে। ছোট্ট সৃজন চোখের সামনে যা দেখে তাই সে রঙ তুলিতে ফুটিয়ে তোলে, বাবা মা তাকে ছোট্ট থেকে অঙ্কণ বিষয়ে অনুপ্রেরণা জোগান।কিন্তু কবে রাজ্যছাড়িয়ে দেশের গর্ব হবে এই সৃজন এখন এটাই অপেক্ষার..