৭৮তম স্বাধীনতা দিবসে মসজিদের ভেতর এ কীসের পতাকা দেখা গেল আমাদের ক্যামেরায়? দেখুন….

আব্দুল হাই বাঁকুড়া :- কি কথাটা শুনে খুব অবাক হলেন তাই না /ভাবছেন! দেশের ৭৮ তম স্বাধীনতা দিবসের দিনে, বাঁকুড়ার এই মসজিদে এমন ঘটনা সত্যিই যেন সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান..কিন্তু মসজিদের মধ্যে স্বাধীনতা দিবসের দিনে এ কিসের পতাকা? দেখুন বিস্তারিত….

এদিন স্বাধীনতার ৭৮ তম বর্ষ এসে গর্বিত ভারতবাসী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের প্রতিটি কোনায় কোনায় এমনকি মসজিদে মসজিদে যথাযথ শ্রদ্ধার সঙ্গে উত্তোলিত করছে জাতীয় পতাকা সাথে সাথে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি সেই মতোই বৃহস্পতিবার বাঁকুড়া জেলা দিনিয়াত মনাযযাম মন্তবের উদ্যোগে সিরাজ পল্লী দিনিয়াত মনাযযাম মন্তবে জিন্মেদার ও সিরাজপল্লী মসজিদের ইমাম হাফেজ আশরফ আলী এবং রানী বাঁধ মসজিদের ইমাম হাফেজ আব্দুস খুকুর সাহেবের উপস্থিতিতে যথাযত মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হলো ৭৮তম স্বাধীনতা দিবস।