৭০ উর্দ্ধ নাগরিকরা কেন্দ্রের তরফে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন বড় ঘোষণা রাষ্ট্রপতির

 ৭০-এর বেশি বয়সী প্রত্যেক নাগরিককে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের অধীনে আনা হবে। সংশ্লিষ্ট প্রকল্পের অধীনে ৭০-এর বেশি বয়সী নাগরিকদের দেওয়া হবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার এই ঘোষণা করেন। সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি বলেন, দেশে ২৫ হাজার ‘জন ঔষুধী কেন্দ্র’ খোলা হচ্ছে।

গোটা দেশ জুড়ে যে ২৫ হাজার জন ওষধী কেন্দ্র খোলার পরিকল্পনা করা হয়েছে, তার কাজও এগোচ্ছে দ্রুত।দ্রৌপদী মুর্মু আরও জানান, আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (AB-PMJAY) অধীনে ৫৫ কোটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। এসবের পাশাপাশি ৭০ বছরের অধিক যাঁদের বয়স, সেই সমস্ত নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলেও সরকারের তরফে কাজ এগনো হচ্ছে।