হ্যাঁ অবাক মনে হলেও সত্যি, নিজের যক্ষের ধন খরচ করে দেখুন কাউন্সিলর কি কাণ্ড ঘটালেন….

সানি রয় মেখলিগঞ্জ :- যখন এ রাজ্যের নেতা-মন্ত্রীরা লুটেপুটে খাওয়ার জন্য ব্যস্ত, তখন যেন এই ঘটনা সত্যিই প্রশংসনীয়…কারণ, মানুষকে উন্নয়নের জোয়ারে ভাসাতে, এই কাউন্সিলর নিজের ব্যাংক ব্যালেন্স খরচ করে , দেখুন কি ঘটালো….মেখলিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মন। ভুসরুর টারি থেকে একটি রাস্তা বাঁধে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা বাঁধের রাস্তাটি নিজেদের বিভিন্ন কাজে ব্যাবহার করে থাকেন। বাঁধে ওঠার বোল্ডারের রাস্তাটি উঁচুতে হবার ফলে স্থানীয় বাসিন্দাদের ওঠা নামার ক্ষেত্রে সমস্যার সন্মুখীন হতে হচ্ছিল দীর্ঘদিন থেকে। শনিবার এলাকার এক প্রবীণ মহিলা উক্ত রাস্তা দিয়ে বাঁধে উঠতে গেলে পড়ে গিয়ে আহত হন।

স্থানীয় বাসিন্দারা সমস্যার বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মনের দারস্থ হন। এরপরেই ব্যাক্তিগত খরচে সিঁড়ি নির্মাণ করার সিদ্ধান্ত নেন ওয়ার্ড কাউন্সিলর। কাউন্সিলরের সিদ্ধান্তে খুশি উক্ত এলাকার বাসিন্দারা।তারা অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর কে।