হবিবপুর এলাকার জাগ্রত মা কালীর মন্দিরে, এ কাদের কু-নজর পড়লো? দেখুন, রাতের অন্ধকারে সেই ভয়াবহ ঘটনা…..

রাজিব দত্ত নদীয়া :- বলেনা চোরেদের কোন ধর্ম হয় না কোন জাত হয় না, কিন্তু তা বলে গৃহস্থের বাড়ি ছেড়ে আজ মন্দিরের দেবী মায়ের উপর এমন কুনজোর?যাতে করে আজ কোন গৃহস্থ বাড়ি নয়, বরং এলাকার বুকে আস্ত একখান মন্দির কিভাবে সর্বস্বান্ত হলো দেখুন সেই ঘটনা…..হ্যা, দরজা তালা ভেঙে হবিবপুর রাঘবপুর রেল বাজারের প্রত্যাশা কালী মন্দির থেকে চুরি গেল সোনার গহনা প্রণামি বাক্স এবং পূজোর বাসনপত্র , বৃহস্পতিবার গভীর রাতে রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর স্টেশন বাজারের ঘটনা।

তবে, স্থানীয় সূত্রে খবর সকালে যখন সুইপার বাজার পরিষ্কার করার জন্য আসে তখন খেয়াল করে মন্দিরের তালা ভাঙ্গা তারপর এই খবর দেয়া হয় মন্দির কমিটিকে , মন্দির কমিটির সদস্যরা তারপরেই পুলিশকে খবর দেন আনুমানিক আড়াই থেকে তিন লক্ষ টাকার জিনিস চুরি গেছে বলে দাবি করেন মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে পুলিশ এসে বাজারের সিসিটিভি ক্যামেরা চেক করে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ ।

পাশাপাশি ৫০ মিটারের মধ্যে রয়েছে রাঘবপুর পুলিশ ক্যাম্প এবং বাজারেও ছিল রাতের পাহারা ব্যবস্থা তারপরেও কিভাবে এই চুরি হয় প্রশ্ন তুলছে সাধারণ মানুষ…