স্বাধীনতা দিবসের ছুটি কাটাতে এসে, এই ব্যক্তি হঠাৎ কোথায় নিখোঁজ হল? দেখুন….

সংকল্প দে নাগরাকাটা :- একদিকে দেশ স্বাধীন / আর অন্যদিকে স্বাধীনভাবে ছুটি কাটাতে এসে, এই ব্যক্তির সাথে যা কান্ড ঘটলো / তা দেখলে হয়তো আপনি চমকে উঠবেন….কারণ, পুলিস সুত্রে জানা গিয়েছে নিখোঁজ ব্যবসায়ীর নাম মিন্টু সাহা। বয়স ৩৫। বাড়ি বানারহাটের ক্ষুদিরাম পল্লিতে। জানা গিয়েছে এদিন ছুটির দিন থাকায় বানারহাট থেকে সাত বন্ধু মিলে নাগরাকাটার জলঢাকাতে নদীতে বেড়াতে আসেন তারা। সেই সময় মিন্টু সাহা জলঢাকা নদীতে হাত পা ধুতে যায়।

হাত পা ধুতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যায় ঐ ব্যবসায়ী। বন্ধুরা ছুটে তাকে বাচানোর চেষ্টা করে। কিন্তু পাহাড়ি এই খরস্রোতা ঐ নদীতে ভেসে যায় যুবকটি।এরপরই খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিস এসে রাত আটটা পর্যন্ত জলঢাকা নদীতে তল্লাশি শুরু করে। কিন্তু ঘন অন্ধকার থাকায় তল্লাশি বন্ধ করতে বাধ্য হয় পুলিস।জানা গিয়েছে আগামী শুক্রবার সকাল থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলার টিমকে সাথে নিয়ে ফের তল্লাশি শুরু করছে পুলিস।