মলয় দে নদীয়া :- হায়রে সমাজ / এই যদি তোমার শিক্ষা হয়, তাহলে বর্তমান প্রজন্ম কতখানি ভয়াবহ হবে?হ্যাঁ ঠিকই শুনছেন / খোদ নদীয়ার বুকে, এবার যা কান্ড ঘটলো, তা দেখলে হয়তো আপনিও চমকে উঠবেন….কারণ পবিত্র স্বামী স্ত্রীর ভালোবাসাকে মাটিতে মিশিয়ে, শুধুমাত্র এন্ড্রয়েড ফোনের দৌলতেই কিভাবে আজ সংসার ভেঙে ছারখার হলো? দেখুন….নদীয়ার শান্তিপুরে এরকমই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটলো আজ।
স্ত্রীর বিবাহ বহিরভূত সম্পর্ক, স্বামীকে বিভিন্নভাবে মানসিক অত্যাচার দিনের পর দিন, অন্য ছেলের সাথে চলে গিয়ে রাতের সহবাসের ছবি এবং বিভিন্ন অপ্রীতিকর ছবি পাঠিয়ে স্বামীকে উত্তপ্ত করে মানসিক অত্যাচার করায় অবশেষে সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার রাস্তা বেছে নিল ২৯ বছর বয়সী যুবক নিখিল বিশ্বাস। বাড়ি নদীয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের চড় সারাগর এলাকায়।
জানা যায়, নিখিল বিশ্বাসের স্ত্রী পায়েল বিশ্বাস, বাবার বাড়ি নদীয়ার নবদ্বীপে। বিয়ের পর থেকে বেশ ভালই সংসার চলছিল,, কিন্তু হঠাৎ ছন্দ পরিবর্তন হয়,, অ্যান্ড্রয়েড মোবাইলে দৌলতে সোশ্যাল মিডিয়ায় প্রবেশের পর থেকে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় অন্য এক ছেলের সাথে। এরপর গত কয়েক মাস আগে নিখিল বিশ্বাসের স্ত্রী চলে যান সেই ছেলের সাথে। যদিও নিয়ে যান ছোট্ট এক শিশু কন্যাকে, কিন্তু আরো এক শিশু কন্যাকে বাড়িতে রেখে যায়।
অভিযোগ,, পায়েল বিশ্বাস চলে যাওয়ার পরে অন্য এক ছেলের সাথে সংসার শুরু করে,, তারপরে রাতের সহবাস এবং অপ্রীতিকর ছবি বিভিন্ন গালিগালাজ সহ সবকিছু করে নিখিল বিশ্বাসকে উত্তপ্ত করে। দীর্ঘদিন ধরে এই একইভাবে মানসিক অত্যাচার করায় স্বামী এবার বেছে নিল জীবনের শেষ রাস্তা…তবে এ বিষয়ে অভিযুক্তর কোনো বক্তব্য পাওয়া যায়নি, শুধু একটি কথাই জানিয়েছেন পুলিশ তদন্ত করার পর খতিয়ে দেখুক আদৌ বিষয়টি এমন নয়।