সামান্য পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতেই, কিভাবে হারিয়ে গেল দশম শ্রেণীর ছোট্ট নিশা? দেখুন, সেই মর্মান্তিক ঘটনা…..

সংকল্প দে দুর্গাপুর :- তবে কি ছোট্ট নিশার এমন কাণ্ডে হাসপাতালই দায়ী নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ?তবে, এক দমকা হাওয়া যে এমনভাবে হাসপাতালের পরিবেশকে অশান্ত করে তুলবে, তা হয়তো আগে দেখেন এই রাজ্য…..কিন্তু তাদের চিকিৎসায় কি এমন গাফিলতি ছিল? যার জেরে আজ সে বিদায় নিল তার পরিবারকে ছেড়ে? দেখুন বিস্তারিত…..যদিও, এই ঘটনাকে ঘিরে ধুন্দুমার কান্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, নামানো হলো কমবার্ড ফোর্স।তবে, বুকে ও পেটে ব্যাথা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় নিশাকে, বিকেলে আচমকা তার এমন পরিণতির কথা ঘোষণা করা হয়, এরপরই উত্তেজিত পরিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ শুরু করে দেয়, উত্তেজিত হাসপাতালে ভাঙচুর শুরু করে দেয়।

বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে ধরেও তুমুল বিক্ষোভ মৃতার পরিবারের। অভিযোগ চিকিৎসায় গাফিলতিতেই কারণেই এমন হয়েছে নিশার। অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ মহকুমা হাসপাতাল চত্বরে।