সর্বনাশ! নদীয়ার মাটিতে এই বিরল জন্তু কখনো দেখেছেন কি? দেখুন…

মলয় দে নদীয়া :- যদি নদীয়া থেকে এমন জিনিস উদ্ধার হয়, তাহলে কোথায় যাবে মানুষের সচেতনতা?কারণ, এই বিরল প্রাণী কে দেখলেই হয়তো আপনি চমকে উঠতে পারেন….তবে,এবার নদীয়ার তাহেরপুর থেকেই, দেখুন শেষ পর্যন্ত কি উদ্ধার করল পুলিশ…বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধারতাহেরপুর থানার দারুণ সাফল্যপুলিশ সূত্রে জানা গেছে বীরনগর লালন রোডের এলাকা থেকে দুই ব্যক্তি ব্যাগে করে কিছু একটা নিয়ে আসছিল

হঠাৎ পুলিশ দেখে তারা পালাতে যায় পুলিশের সন্দেহ হয় পুলিশ তাদেরকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাগ থেকে বিরল প্রজাতির দশটি কচ্ছপ উদ্ধার করে জানা গেছে ওই ব্যক্তিরা ডানকুনি থেকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছিল

কচ্ছপগুলোকেওই দুই ব্যক্তির বাড়ি কালীনারায়নপুরের উত্তরপারাতাদের নাম তাপস মন্ডল পিতা সুকুমার মন্ডল বয়স ৩২ এবং কার্তিক মন্ডল পিতা বলরাম মন্ডল বয়স ৪৫জানা গেছে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে তারাই কচ্ছপ গুলি নিয়ে যাচ্ছিল ঠিক তখনই বীরনগর লালন রোড চার নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ । কাল তাদের রানাঘাট আদালতে পাঠানো হয়।