সমাজ রক্ষকদের এ কি হাল? শেষমেষ এ কাদের হাতে, মার খেতে হল আরপিএফ কে? দেখুন…..

সংকল্প দে বর্ধমান :- যদিও এই ঘটনাকে ঘিরে বর্ধমান রেলস্টেশন জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলেও…কেন তারা বৃহন্নলা হয়েও সমাজের রক্ষকদের গায়ে হাত তুললেন?দেখুন বিস্তারিত….তবে এই ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, বৃহন্ননলারা ট্রেন যাত্রীদের কাছ থেকে টাকা চেয়ে বিরক্ত করে বিভিন্ন সময়ে। আর সেই বিষয়েই পদক্ষেপ গ্রহণ করতে গেলেই বৃহন্ননলাড়া আরপিএফ দের উপর চড়াও হয় এবং মারধর করে।

পাশাপাশি, এই ঘটনা প্রসঙ্গে তাদের বক্তব্য, আমরা তো চেয়ে খাই। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেও আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমরা কিন্নর, আমরা বেকার, আমরা সমাজের মরা, আমরা চেয়ে খাই, কোথায় যাব আমরা!অভিযোগের সুরে তারা বলেন, পাবলিক ভাই বেঁচে থাকুক সমাজ বেঁচে থাকুক।

ইলেকশনের সময় আমাদের ধরে হ্যারাসমেন্ট করছে বিভিন্নভাবে আরপিএফ। আমাদের বেশ কয়েকজন কিন্নর ভোট দিতে যাচ্ছিল হাওড়ায়, তাদের ধরে বিভিন্ন বিষয়ের উপর কেস দিচ্ছে। রাত্রে ধরলে মানসিক টর্চার করা হয়। ট্রেনের মান্থলি তে একবারের জায়গায় দুবার তিনবার করে টাকা চাওয়া হয়।কিন্তু কে সত্যি আর কে মিথ্যে এখন এটাই প্রশ্নের..