শেখ হাসিনাকে সোনার বাংলা থেকে বিতাড়িত করে, তবে কি এবার নতুন সরকার গঠনের পথে বাংলাদেশ? দেখুন, এই মুহূর্তে ব্রেকিং……

মলয় দে নদিয়া :- হ্যাঁ ঠিকই শুনছেন এই মুহূর্তের সব থেকে বড় খবর….বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিলেন খোদ রাষ্ট্রপতি স্বয়ং…..তবে কি শেখ হাসিনাকে তাড়িয়ে / নতুন সরকার গঠন করার পরিকল্পনার কারণেই আজ এমন ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন প্ল্যান…..তবে এই মুহূর্তে / সোনার বাংলা স্বাধীন হওয়ার পরে নতুন সরকার গঠনের পথে আবারও বাংলাদেশ…

কিন্তু কারা বসতে চলেছে সোনার বাংলার সিংহাসনে?বাংলাদেশের কাঠ ভূষিত হলেও বাংলাদেশ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়েছে । আজ সকাল দিয়ে গেদে সীমান্তে যারা ভারতে এসেছিলেন তারা অনেকেই ফিরে যাচ্ছেন দেশে । কেউ এসেছিলেন চিকিৎসার জন্য কেউবা এসেছিলেন বেড়াতে ।

তবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সংখ্যা নিতান্তই কম ।যারা আসছেন তাদের কাছে বাংলাদেশের হার হিম করার কাহিনী শোনা গেল । বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যেমন অকথ্য অত্যাচার শুরু হয়েছে লুটপাট শুরু হয়েছে একইভাবে বাংলাদেশে হাসিনার আওয়ামী লীগ দলের সমস্ত কর্মীরা আছেন তারা একইভাবে আক্রান্ত হয়েছেন ।

অন্যদিকে বাংলাদেশের জেল থেকে যারা জেলবন্দি ছিলেন জঙ্গি সংগঠনের নেতাও কর্মীরা, তারা অনেকেই কিন্তু জেল থেকে পালিয়ে গিয়েছেন বলে সূত্র জানা গেছে । এইখানেই কিন্তু ভয়ের কারণ । বলা যেতেই পারে বাংলাদেশে আবার জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাবে বলে মনে করছেন ওয়াকিবহল ।