শিক্ষককে টাইট দিতে, স্কুলে কাদের নিয়ে এলো এই ছাত্র? দেখুন, সেই রহস্যজনক সিসিটিভি ফুটেজ…..

মলয় দে নদিয়া :- ভুল করলে স্যার ম্যাডাম বকবে এটাই তো স্বাভাবিক…কিন্তু বর্তমান যুগে দাড়িয়ে / গুরু শিষ্যের এই সম্পর্ক মাঝেমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখি /কখনো দেখা যায় শিক্ষককে ধরে পেটাচ্ছে ছাত্র, আবার কখনো স্কুলে এসে শিক্ষককে দিয়ে যাচ্ছে হুমকি / কিন্তু এবার খোদ নদীয়ার বুকে যা ঘটলো,

তা দেখলে হয়তো আপনি চমকে উঠবেন….কারণ, শিক্ষককে শায়েস্তা করতে এই ছাত্র স্কুলে এসে দেখুন কি ঘটালো….এবার যেন সবকিছুকে ছাপিয়ে গেল নদীয়ার চাপড়া থানার দইয়ের বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যামন্দিরে। সেখানে সম্প্রতি কয়েকদিন আগে এক শিক্ষককে প্রাণে মেরে ফেলার হুমকি এবং শিক্ষকের গায়ে হাত তোলার কারণে প্রধান শিক্ষক ওই ছাত্রকে বহিষ্কার করে।

এরপর দ্বাদশ শ্রেণিরই আর এক ছাত্র এবং বহিষ্কৃত হওয়া ওই ছাত্র মিলে স্কুলের গেটে রীতি মতন হাতে হাতিয়ার নিয়ে বেশ কয়েকজন দুষ্কৃতি সহকারে স্কুলে প্রবেশ করে প্রধান শিক্ষকের খোঁজখবর নিয়ে জানতে পারে তার অনুপস্থিতির কথা এরপর অন্য শিক্ষকদের কাছে মৃত্যু হুমকি দিয়ে চলে যায় ।

ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাণের ভয়ে মুখ খুলতে চায় না কোন শিক্ষকই তবে বিষয়টি লিখিত অভিযোগ হিসেবে চাপরা থানায় জমা করেছেন শিক্ষক মহল। তারা জানাচ্ছেন প্রশাসন এ ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত তবে দূর দূরান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা পড়াশোনা শেখাতে আসেন বিদ্যালয়ে সেক্ষেত্রে এ ধরনের অনভিপ্রেত ঘটনায় রীতিমতন ভীত ও সন্ত্রস্ত্র তারা।তবে এটাই যদি শিক্ষার প্রকৃত বহর হয়, তাহলে কি হবে এর ভবিষ্যৎ?