রুদ্ধশ্বাস ম্যাচে জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে নয়া নজির তৈরি করল বাংলাদেশ

বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ। টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ। টান টান উত্তেজনার ম্যাচে ২ উইকেটে ম্যাচ জিতে নিল টাইগাররা।টস জিতে আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের উইকেট স্লো থাকায় প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নাজমুল।শ্রীলঙ্কা পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেটে মাত্র ১২৪ রান তুলতে সক্ষম হয়। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা টাইট বোলিং করে প্রতিপক্ষ দলকে খুব বেশি রান তুলতে দেননি।অনুশীলনে ফের চোট! পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে খেলতে পারবেন রোহিত শর্মা?তিনটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। ২ উইকেট নেন তাসকিন আহমেদ। একটি উইকেট তানজিম হাসান শাকিবের।অল্প রানের ল‌ক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফে‌লে। থুসারা, ধনঞ্জয় ডিসিলভা, হাসারাঙ্গারা বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিল। ২৮ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসে টাইগার। পরপর আউট হয়ে ফিরে গিয়েছিলেন তানজিদ হাসান, সৌম্য সরকার এবং ক্যাপ্টেন শান্ত।তবে বাংলাদেশের জয় নিশ্চিত হল চতুর্থ উইকেটে লিটন দাস এবং তৌহিদ হৃদয়ের ৬৩ রানের পার্টনারশিপে।

৩৮ বলে ৩৬ রানের ইনিংস খেলেন লিটন দাস। হৃদয় করেন ২০ বলে ৪০ রান। তাঁর ইনিংসে ছিল একটি চার এবং চারটি ছক্কা। ২০০ স্ট্রাইকরেটে ব্যাট করেন হৃদয়।কিন্তু এই দুই ব্যাটার আউট হতেই ফের চাপে পড়ে বাংলাদেশ। সিনিয়ার ক্রিকেটার শাকিব আল হাসান ৮ রানেই আউট হন। রশিদ হোসন ১ এবং তাস্কিন‌ আহমেদ ০ রানে আউট হতেই চাপ বাড়ে বাংলাদেশের উপর। বাংলাদেশ পর পর উইকেট হারিয়ে নিজেদের কাজটা কঠিন করে ফেলেছিল।জয়ের জন্য শেষ ২ ওভারে ১১ রান দরকার ছিল বাংলাদেশের। এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ।মাহমুদউল্লাহ ১৩ বলে অপরাজিত ১৬ রান করে বাংলাদেশকে জয় এনে দেন।হারের আশঙ্কাও তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়ে বাংলাদেশ।শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারা ৪ উইকেট নেন, এই প্রথমবার টি২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ। বিশ্বকাপ অভিষেকেই ম্যাচের সেরা হন রিশাদ হোসেন।নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে চমক আফগানদের, বিরাট-রোহিতের রেকর্ড স্পর্শ গুরবাজ-ইব্রাহিম জুটিরবিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচেই আত্মসমর্পণ করে দ্বীপরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কা হার মানে বাংলাদেশের কাছে। ২০১৪ সালের চ্যাম্পিয়নদের এখন পরের রাউন্ডে যাওয়াই কঠিন হয়ে গেল।