রাত হলেই এলাকায় এ কিসের আতঙ্ক? গা ছমছমে পরিবেশে কেন বেছে নেওয়া হয় এমন কান্ড ঘটাতে? দেখুন…..

বাবলু প্রামাণিক দক্ষিণ ২৪ পরগনা :- দিনের পর দিন ধরে এই কাণ্ডের জেরে এলাকাবাসীরা হয়ে উঠেছে অতিষ্ট..একদিকে রাতের অন্ধকার ও অন্যদিকে আলো না থাকার সুযোগ নিয়ে কারা ঘটাচ্ছে এমন ঘটনা?দেখুন, এ কোন আতঙ্কে দিন কাটাচ্ছে এখন এলাকাবাসী….উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত বাগজোলা খাল আর সেই খালের পাশ দিয়ে বয়ে গেছে একটি পিচ রাস্তা যার নাম দেওয়া হয়েছে বাগজোলা ক্যানেল রোড।

যার মধ্যে কলকাতা পুলিশেরও একটি এলাকা রয়েছে, কিন্তু তারপরেও বারবার অপরাধ মূলক ঘটনা সামনে আসছে কেন,উঠছে প্রশ্ন, নিরাপত্তা নিয়ে এলাকার এক শ্রেণীর মানুষ রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন।উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বিধান নগর কমিশনারেটের অধীনস্থ টেকনো সিটি থানার শাপুরজী কমপ্লেক্স হইতে উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার কুলটি বিদ্যাধরী পাড়ে এসে মিশেছে বাগজোলা খাল,

আর তার পাশ দিয়ে বয়ে গিয়েছে বাগজোলা ক্যানেল রোড ঘুসিঘাটা পর্যন্ত মাঝখানে কলকাতা পুলিশের ভাঙ্গড় ডিভিশনের উত্তর কাশিপুর থানা ও পোলেরহাট থানার এলাকা রয়েছে। উঠছে প্রশ্ন মাঝখানে কলকাতা পুলিশের এলাকা থাকলেও পুলিশের নজরদারি কোথায় ?

এলাকাবাসীরা জানিয়েছেন এই সমস্ত এলাকায় সন্ধ্যা বাতি না থাকায় রাতের অন্ধকারে গা ছমছম পরিবেশে পরিণত হয় গোটা বাগজোলা খাল সংলগ্ন এলাকা, বারবার অপরাধমূলক এর ঘটনা সামনে আসছে এমনকি সুপার কিলাররা খুন করে প্রমান লোপাট করার জায়গা হিসেবেও বেছে নিয়েছেন এই বাগজোলা খালকে, এর একটাই কারণ বাগজোলা ক্যানেল রোডে কোন লাইটের ব্যবস্থা নেই এবং পুলিশের নজরদারি ও ঠিকমতো নেই, দাবি এলাকাবাসীর।