রাতভর প্রবল বৃষ্টির জেরে ভেঙে পরল ব্রীজ যার যেরে চলাচল বন্ধ সাধারণ মানুষের

মানুষের থেকে স্কুল পড়ুয়াদের ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের গঙ্গারাম বাজার এলাকায়।প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত ব্রিজ পার করে চলাচল করতে হয় স্কুল পড়ুয়াদের যার ফলে সমস্যায় পড়েছেন তারা,এদিন সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ভেঙে গিয়েছে ব্রিজ ও গাডওয়াল,এরপরের খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত ও প্রধানকে তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গিয়েছেন,স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে এই মেরামতি করা হোক।

সপ্তাহে বড় একটি বাজার বসে নদীর ওপারে চা বাগানের দূরদূরান্ত থেকে শ্রমিকরা সেদিন এখানে বাজার করতে আসেন।সেই বাজারে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।পাশেই রয়েছে স্কুল।

স্থানীয় বাসিন্দারা জানান অবিলম্বে এই ব্রিজ মেরামতি করা হোক না হলে বেশ কয়েকটি গ্রামের মানুষের চলাচল করা বন্ধ হয়ে যাবে।পাশাপাশি স্কুল ছাত্র ছাত্রী ও পাশেই রয়েছে একটি বাজার।তাই প্রশাসনকে বলব অবিলম্বে সাধারণ মানুষের কথা চিন্তা করে ব্রিজটি তৈরি করে দেয়া হোক।