সানি রয় কোচবিহার :- কার্যত গোটা রাজ্য জুড়ে চলছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ / আর ঠিক তার মাঝেই এসইউসিআই এর ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে, আজ ধর্মঘটিদের সাথে পুলিশ প্রশাসনের এই কান্ড দেখলে আপনিও থ হয়ে যাবেন…কারণ, এই ধর্মঘট ঘিরে উত্তেজনা ছড়াল কোচবিহারের দিনহাটা শহরে।
এদিন এসইউসিআইয়ের নেতা-কর্মীরা মিছিল করতে গেলে তাঁদের দিনহাটা থানার সামনে আটকে দেয় পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। ২৫ জন বনধ সমর্থনকারীকে আটক করে পুলিশ। এদিকে, এদিন সকাল থেকেই বাস পরিষেবা স্বাভাবিক ছিল। বেলার দিকে শহরের দোকানগুলি খুলতে শুরু করে।