যেন কেঁচো খুঁজতে বেরিয়ে এলো কেউটে, আনুমানিক তিন কোটি টাকার কিভাবে বড়সড় সাফল্য পেল BSF? দেখুন……..

মলয় দে নদীয়া :- হ্যাঁ এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভোটের রেজাল্ট মিটতেই বিএসএফের আবারো বড়সর সাফল্য….আর যে ঘটনাকে ঘিরে, গোটা নদীয়া জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য….কিন্তু এক নয় দুই নয় বরং তিন কোটি টাকার, সোনার বিস্কুট কিভাবে উদ্ধার হলো নদীয়ার মাটি থেকে? দেখুন, এই মুহূর্তের বিগ ব্রেকিং..নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে আবারো সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফের 32 নম্বর ব্যাটেলিয়ান I

গতকাল গভীর রাতে বিএসএফের কাছে গোপন সূত্রে খবর থাকে সেই খবর পাওয়ার পর বিএসএফ বিশেষ অভিযান চালায় এবং সেই অভিযান চালিয়ে টুঙ্গি সীমান্তের কাছে কাজিবাগান নামক জায়গা থেকে উদ্ধার হয় এই সোনার বিস্কুট I এই সোনার বিস্কুট বাংলাদেশ থেকে পাচারকারীরা ভারতে ফেলে সেই সময় বিএসএফ কর্তব্যরত জোয়ানরা দেখতে পাই এবং দেখতে পেয়ে ভারত ভূখন্ডে যেসব চোরাচালানকারীরা ছিল ধাওয়া করলে তারা সোনার বিস্কুট ফেলে রেখে পালিয়ে যায়।

এই সোনার বিস্কুটের ওজন ৪ কেজি বেশি যার আনুমানিক বাজার মূল্য 3 কোটি টাকার বেশি I এই সোনার বিস্কুট বিএসএফের 32 তম ব্যাটেলিয়ন কাস্টমসের হাতে তুলে দিলেন আজ l পরপর বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান সীমান্তে সোনার বিস্কুট উদ্ধার করছে I এটা একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে I পাশাপাশি সীমান্তে চোরাচালনকারী বন্ধ হবে বলে বিএসএফ সূত্রে জানায় I বিএসএফের এটি একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে