ভাঙা টালির ঘরেই, কেন তার হঠাৎ ডাক্তার হওয়ার স্বপ্ন? দেখুন, স্নেহার সেই কান্ড…

বাবলু প্রামাণিক দক্ষিণ ২৪ পরগনা :- কেউ হতে চাই ডাক্তার কেউবা ইঞ্জিনিয়ার, কিন্তু এক্ষেত্রে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্নপূরণে, ভাঙা টালির চালেই এ কেমন আবদার মেয়ের?দেখুন একটিবার সেই ঘটনা…..প্রবল পারিবারিক আর্থিক সংকটের মধ্যেও কোচিং ছাড়া বাড়িতে পড়েই এই সাফল্য এসেছে তার।২০২৪ সালের সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৬৩২ নম্বর পেয়েছে সে। অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী এই ছাত্রীটি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে।স্নেহার বাবা শেখর নাটুয়া এবং মা স্বপ্না নাটুয়া সব সময় তার পাশে থেকেছে।

স্নেহার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশ কিছু ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।ভালো পড়াশোনার পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চা করে থাকে সে। ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিল স্নেহা। ছোট থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার। সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক আর্থিক পরিস্থিতি।সেসব কাটিয়ে স্নেহা এখন ভালো রেজাল্ট করেছে। যার জন্য খুশি সকলেই। স্নেহাও বড় হয়ে সকলের পাশে দাঁড়াতে চায় বলে জানিয়েছে। গরীব, দুস্থ ব্যক্তিদের সেবা করাই এখন তার লক্ষ্য বলে জানিয়েছে সে