বিয়ের সাত মাস কাটতে না কাটতেই, গৃহবধুর কাছে কাটমানি চাইলো কে? দেখুন…….

সংকল্প দে মালদা :- হ্যাঁ ঠিকই শুনছেন….এবার সদ্য বিবাহিত নববধূকে, সামান্য কাঠ মানি দিতে না পারায় করা হলো বঞ্চিত….কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এটিই, গৃহবধূর কাছে কাঠ মানি চাইল কে? জানুন বিস্তারিত……মালদার চাঁচল ২ নং ব্লকের জালাল পুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকার ঘটনা।

ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে আজিনা খাতুনের বিবাহ হয় গত বছর ডিসেম্বর মাসে। আনোয়ার দৃষ্টিশক্তিহীন। দিন আনে দিন খাওয়া পরিবার। ভেবেছিলেন রূপশ্রী প্রকল্পের টাকা পেলে মেয়ের বিয়ের খরচের জন্য অনেক সুবিধা হবে।

বিবাহের দিন বাড়িতে এসেছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। কিন্তু অভিযোগ, যারা এসেছিলেন তারা ১০ হাজার টাকা দাবি করেছে। কিন্তু দরিদ্র আনোয়ারের সেই টাকা দেওয়ার ক্ষমতা হয়নি।

তাই বিয়ের সাত মাস হলেও তার মেয়ে রূপশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। এই নিয়ে চাঁচল ২ ব্লকের সমষ্টি উন্নয়ন অধিকারিকের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন।