বিতর্কের জন্যই টুইট করেন না! মুখ খুলে এবার বিস্ফোরক ধোনি, কারণ জানালেন নিজেই

সোশ্যাল মিডিয়ায় বরাবর লাজুক ধোনি। দুনিয়া জোড়া বাকি সেলিব্রিটিদের মত ধোনি সোশ্যাল মিডিয়ায় কার্যত মুখ দেখান না। খেলা যখন থাকে না তখন লোকচক্ষুর আড়ালে থাকেন। ধোনি এবার নিজের সোশ্যাল মিডিয়া প্রীতি নিয়ে মুখ খুলে জানালেন, এক্স (অধুনা টুইটার) নয়, তিনি পছন্দ করেন ইনস্টাগ্রাম-ই।ধোনির বিশ্বাস ভারতে এক্স লাভের থেকে ক্ষতি বেশি করেছে।দুবাইয়ে এক প্রমোশনাল ইভেন্টে ধোনি জানিয়েছেন, ‘ইনস্টাগ্রাম-এর থেকে আমার এক্স-ই বেশি পছন্দ। আমার বিশ্বাস এক্স-এ বিতর্ক বেশি হয়। কোনও একজন কিছু একটা লিখলেন, সেটাই বিতর্কে পর্যবসিত হয়। আমাকে এক্স কেন করতে হবে? সকলেই জানেন আগে ১৪০ শব্দের মধ্যে টুইট করতে হত! বিস্তারিতভাবে লেখা সম্ভব নয় ওখানে। জাস্ট ভাবো, আমি ওখানে কিছু একটা লিখলাম, বাকিটা অন্যান্যরা যা খুশি মানে বের করল ওঁরা যেটা চায়।”এগুলো একদমই না পসন্দ আমার। ইনস্টাগ্রাম আমার পছন্দ। ওখানে জাস্ট একটা ছবি, ভিডিও পোস্ট করে ছেড়ে দিলাম। এটাও এখন বদলে যাচ্ছে। আমি এখনও ইনস্টাগ্রামে স্বচ্ছন্দ।

তবে সক্রিয় নই। কারণ মনে হয়, একটু আড়াল অপেক্ষাকৃত ভালো। তবে মাঝে মধ্যে নিজেকে জানান দিই যাতে সমর্থকর জানতে পারেন, আমি কোথায় রয়েছি।’বহু ক্রিকেটারই এখন বাড়তি রোজগারের আশায় ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন। যেমন অশ্বিন, আকাশ চোপড়া, কিংবা শোয়েব আখতার। ধোনি অবশ্য এসব বিষয় থেকে অনেক দূরে। সোশ্যাল মিডিয়ায় অনুপস্থিতি সত্ত্বেও মাহির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৪৮ মিলিয়ন।আইপিএল শুরুর আগে ধোনি জানিয়েছিলেন, সারা বছর খেলার মধ্যে না থাকার পর আইপিএলে আত্মপ্রকাশ অনেকটা কঠিন। তবে ধোনি মুখে একথা বললেও নিজেকে প্রমাণ করেছেন সদ্য সিএসকের অভিযান শেষ হওয়া আইপিএলে। গোটা টুর্নামেন্ট জুড়েই পাওয়া গিয়েছে ভিন্টেজ ধোনিকে। ডেথ ওভারে নেমে ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন। তবে আরসিবির বিরুদ্ধে সময়-ঘড়িকে ঘুরিয়ে দিয়ে ম্যাচ প্রায় ফিনিশ করে আনলেও শেষ ওভারে আউট হয়ে যাওয়ায় বিদায়টা মধুর হয়নি। আগামী সিজনে ধোনিকে ফের একবার আইপিএলে দেখা যাবে কিনা, তা নিয়ে চূড়ান্ত জল্পনা এখন অব্যাহত।