বাস বন্ধ করে নিত্যযাত্রীদের ভোগান্তিতে ফেলে, সত্যিই কি মৌমিতা কান্ডের কোন সুরাহা হবে?

মলয় দে নদীয়া :- একদিকে মোমবাতি মিছিল / অন্যদিকে আজ ধর্মঘট…আর এই ধর্মঘটের প্রভাবেই, নদীয়ার এই তিনটি রুটে বাস পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হলো /কিন্তু প্রশ্ন একটাই! এটা করে কি সত্যিই অপরাধীকে শাস্তি দেওয়া যাবে?হ্যাঁ এই মুহূর্তের সব থেকে বড় খবর……আর জি কর হাসপাতালে গত ১৪ই আগস্ট মধ্যরাতে দুষ্কৃতী তান্ডবের ঘটনায় সরব হয়ে আজ সাড়া বাংলা জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে SUCI। তবে এই ধর্মঘটের প্রভাব পড়ল নদীয়ার শান্তিপুর কালনা ঘাটে।

পূর্ব বর্ধমান এবং নদীয়ার একটি মাত্র সংযোগ নৃসিংহপুর ফেরি ঘাট। ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ বাস পরিষেবা। কালনা ঘাট বাস স্ট্যান্ড থেকে তিনটি রুটে বাস যাতায়াত করে, কৃষ্ণনগর -কালনাঘাট, রানাঘাট -কালনাঘাট এবং দত্তফুলিয়া -কালনাঘাট। বর্তমানে suci এর ডাকা বন্ধের কারণে পুরোপুরি বন্ধ বাস পরিষেবা। তাতেই ভোগান্তির স্বীকার নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। তবে তারা জানাচ্ছেন বর্তমানে যে নক্কার জনক ঘটনা ঘটেছে তাতে দোষীদের স্বাস্তি দরকার। একদিন একটু কষ্ট হোক তবে দোষীদের দৃষ্টান্ত মূলক স্বাস্তি হওয়া জরুরি।