বাড়ির ছোট্ট ছেলে কাঁকড়া ধরতে গিয়ে, শেষমেষ এ কি ধরে বসলো? দেখুন, সেই মর্মান্তিক ঘটনা……

বাবলু প্রামাণিক দক্ষিণ 24 পরগনা :- কোথায় আছেনা বিপদ কখনো বলে কয়ে আসে না, ঠিক তেমনি হয়তো এই ছোট্ট শিশুটির জীবনে আজ এসেছিল সেই দিন….আর সেই জন্যই হয়তো, বাড়ির পাশের জমিতে সামান্য কাঁকড়া ধরতে যাবার পরিণতি, তার পরিবারকে এমনভাবে দেখতে হলো….কিন্তু প্রশ্ন একটাই!কাঁকড়া ধরতে গিয়ে সে এমন কি ধরে বসে ছিল, যার জেরে আজ গোটা এলাকায় নেমে এলো শোকের ছায়া…..ঘটনাটি, বকুলতলা থানার অন্তর্গত মায়া হাউরি গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা গ্রামের বাসিন্দা হারান নস্করের সাত বছরের শিশু পুত্র রবিবার সকালে বাড়ির পাশের চাষের জমিতে জলা জায়গার পাশে একটি কাঁকড়া দেখতে পায়।

কাঁকড়াটি ধরার জন্য তাকে অনুসরণ করলে মুহূর্তের মধ্যে কাঁকড়াটি একটি গর্তে ঢুকে যায়। এরপর শিশুটি ওই কাঁকড়ার গর্তে হাত ঢুকিয়ে কাঁকড়াটিকে ধরতে গেলে গর্তের মধ্যে থাকা বিষধর সাপ থাকায়, সাথে সাথে চিৎকার করে উঠলে বাড়ির লোকজন ছুটে এসে শিশুকে উদ্ধার করে এবং দ্রুত তাকে নিয়ে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে পৌঁছায়।

অল্পক্ষণের মধ্যেই চিকিৎসকরা জানান ওই শিশুটি আর জীবিত নেই।মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সাপের কারণেই নিজেদের প্রাণবন্ত শিশুর এমন পরিণতি মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন। কান্নায় ভেঙে পড়েছেন শিশুর মা থেকে আত্মীয় পরিজনেরা। শোকের ছায়া নেমে এসেছে খেজুর তলা গ্রামে।