বন্ধ ফ্রি’র রেশন! বাদ পড়বেন কোটি কোটি গ্রাহক! মাথায় হাত কেন্দ্রের নয়া সিদ্ধান্তে

দেশের প্রতিটি মানুষের মুখে যাতে অন্ন জোটে তার জন্য সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা চালু করা হয়েছে। যে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে এখন বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। সম্প্রতি কেন্দ্র সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী পাঁচ বছর বিনামূল্যে খাদ্য সামগ্রী যাওয়ার ঘোষণা করা হয়েছে।রেশন ব্যবস্থায় যে সকল কার্ড রয়েছে তার মধ্যে অন্যতম হলো অন্নপূর্ণা কার্ড। এই সকল কার্ডের মধ্য দিয়ে শুধু এখন বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয় তা নয়, এই সকল কার্ড প্রথম থেকেই উপভোক্তাদের বিপুল সুবিধা দিয়ে আসছে। বিশেষ করে অন্নপূর্ণা কার্ড এখন দেশের সবচেয়ে বেশি নিম্নবিত্ত পরিবারের হাতে পৌঁছে গিয়েছে। তবে এই ধরনের কার্ডের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে বেশকিছু নিয়ম রয়েছে।দেশে অনেক ব্যক্তি রয়েছেন যারা অন্নপূর্ণা কার্ড অথবা এপিএল, বিপিএল কার্ডের যোগ্য না হয়েও দিনের পর দিন সুবিধা নিচ্ছেন। এই সমস্ত দিক বিচার বিবেচনা করে এবার অযোগ্য ব্যক্তিদের বেছে বেছে তালিকা থেকে ঝেড়ে ফেলা হবে। আর এই যোগ্য ও অযোগ্য ব্যক্তিদের আলাদা করার জন্য বেশ কিছু মানদন্ড রাখা হয়েছে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক কারা যোগ্য আর কারা যোগ্য নন।ভারতীয় নাগরিক না হলে কোনভাবেই তাকে সরকারের রেশন ব্যবস্থা অংশগ্রহণ করানো যাবে না অর্থাৎ তিনি রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন না।যাদের বার্ষিক আয় ২ লক্ষ টাকার বেশি অথবা এক একরের বেশি জায়গা, বাড়ি, গাড়ি রয়েছে তারা এমন সুবিধা পাবেন না।যারা দরিদ্রসীমার নিচে বসবাস করছেন তাদেরই চিহ্নিত করে বিপিএল কার্ড দেওয়া হয়। যারা দরিদ্রসীমার উপরে তাদের এপিএল কার্ড এবং যারা অতি দরিদ্র তাদের অন্নপূর্ণা কার্ড দেওয়া হয়।নতুন এই নির্দেশিকার ফলে যে সকল ব্যক্তিরা যোগ্য নন অথচ এই তিন ধরনের কার্ডের সুবিধা নিয়ে আসছেন তাদের এবার শনাক্ত করে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। সরকারের মূল লক্ষ্য হলো আসল উপভোক্তাদের কাছে আরও বেশি পরিমাণে সুবিধা পৌঁছে দেওয়া। অযোগ্যদের ছাড়াই-বাছাই করে তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হলেই সরকারেরও অনেক খরচ বেঁচে যাবে। পাশাপাশি সরকার আরও বেশি পরিমাণে যোগ্য ব্যক্তিদের সুযোগ-সুবিধা দিতে পারবে।