সংকল্প দে মুর্শিদাবাদ :- একেই যেন বলে নিয়তির টান / আর যে টানের পরিণতিতে / আজ বাড়ির হাসিখুশি ফুটফুটে ছেলেটি, সকলকে কাঁদিয়ে নিল বিদায়….কিন্তু শনিবারের ভরদুপুরে, ভরা গঙ্গা স্নান করতে আসায় কি তবে হলো কাল /? নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু? দেখুন বিস্তারিত,,….শনিবার দুপুরে ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার লোহরপুর গঙ্গা ঘাটে।
তলিয়ে যাওয়া ওই কিশোরের নাম এজাজ শেখ। তার বাড়ি সামসেরগঞ্জের সাহেবনগর গ্রামে। ওই কিশোরের গঙ্গায় তলিয়ে যাওয়ার পরেই কার্যত গঙ্গার ধারে ভিড় জমিয়েছেন মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে।
ভরা গঙ্গায় কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এদিকে গঙ্গার জলস্তর বাড়ার সময়েই এভাবে গঙ্গায় স্মাণ করতে গিয়ে ডুবে যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়াচ্ছে এলাকাজুড়ে।