সানি রয় জলপাইগুড়ি :- একজন প্রেমিকা আর একগুচ্ছ প্রেমিক, কি আমাদের কথাটা শুনে চমকে উঠছেন?তবে এখানেই থামুন, কারণ যেটা আপনার কাছে অবাস্তব বলে মনে হচ্ছে, এবার সেই ঘটনায় ঘটেছে প্রেমিক প্রেমিকার মিষ্টি সম্পর্কে….যেখানে শুধু প্রেমিক একা নয় বরং তার সাথে যোগ দিয়েছে তার বন্ধুরাও, আর সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, এই বলেই দেখুন প্রেমিকাকে চা বাগানে নিয়ে গিয়ে কি এমন ঘটানো হলো….চা-বাগানে নিয়ে গিয়ে বন্ধুর নাবালিকা প্রেমিকার সাথে এমন ঘটনা ঘটানোর, অভিযোগ উঠেছে সাত যুবকের বিরুদ্ধে ৷
অভিযুক্তদের মধ্যে প্রেমিকও রয়েছে ৷ ঘটনার সময়ের ভিডিয়ো করে রাখে অভিযুক্তরা ৷ পরে সেই ভিডিয়ো ভাইরাল হয় ৷ তার পরই নাবালিকার পরিবারের তরফে ডুয়ার্সের মেটেলি থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তদন্তে নেমে পুলিশ সাতজন অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে ঘটনাটি ঘটে৷ ছ’জন ছেলে ডুয়ার্সের মেটেলি থানা এলাকায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে আসে ৷ তার পর তারা বন্ধু ও বন্ধুর প্রেমিকাকে নিয়ে চা-বাগানে যায় ৷
সেখানে প্রেমিক ও তার বন্ধুরা মিলে মেয়েটির সাথে এমন কাণ্ড ঘটিয়ে, সেই সময় তারা ভিডিয়ো রেকর্ডও করে ৷ গত রবিবার সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ৷ তার পরই এই নিয়ে হইচই পড়ে ৷অভিযোগ, ইতিমধ্যে অভিযুক্তদের তরফে নাবালিকার পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হয় ৷ কিন্তু নাবালিকার পরিবার মেটেলি থানায় অভিযোগ দায়ের করে ৷ তার পর জলপাইগুড়ি জেলা পুলিশ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অভিযান চালিয়ে সাত অভিযুক্তকে গ্রেফতার করে ।