নদীয়ার বুকে এ যেন বিনা মেঘেই বজ্রপাত! দেখুন, ঘড়ির কাঁটাই ঘটে গেল ফুলিয়া এলাকায়….

মলয় দে নদীয়া :- আর পাঁচটা দিনের মতন পথ চলতি মানুষের ভিড় ছিল থিক থিকে…..কিন্তু, রেলগেট পার হতেই যে ঘটে যাবে এমন বিপত্তি, এ কজনই বা জানত বলুন…তবে বলে না, বাড়ির চৌকাঠ পেরোলেই নাকি জীবন হাতে করে নিয়ে বাইরে বেরোতে হয়, ঠিক তেমনি দেখুন নদীয়া এ কোন ঘটনার সাক্ষী রইলো….বৃহস্পতিবার দুপুরে আনুমানিক এক টা নাগাদ হঠাৎই ভেঙে পড়ে একখান লেবেল ক্রসিং।

আর এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও কার্যত অবরুদ্ধ হয়ে পরে ফুলিয়ার সাথে যোগাযোগ তাহেরপুর বাদকুল্লা যাওয়ার রাস্তা।তবে, অভিযোগ এমন ভাবে গেটটি ভেঙে পড়েছে তাতে ওই রাস্তা দিয়ে টুকটুকি, সাইকেল ও বাইক ছাড়া কোনো বড় গাড়ী চলাচল করতে পারছে না।

ফলে জনবহুল ওই রাস্তায় তৈরি হয়েছে যানজটের। তবে ট্রেন চলাচল যাতে বিঘ্নিত না হয় ও সাধারণ মানুষের নিরাপত্তার দিকে নজর রেখে আপাতত সিভিক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে প্রশাসন।