ধোপে টিকলো না রাণীমার আবেগ, একাধিক বিতর্কিত কাণ্ডে জড়িয়েও কিভাবে এলেন মহুয়া মৈত্র? জানুন তার ভোটের ব্যবধান….

মলয় দে নদীয়া :- হ্যাঁ এই মুহূর্তের সব থেকে বড় খবর, গোটা দেশজুড়ে বিজেপির বিপর্যয় নামলেও, এ রাজ্যেও বিজেপির বড়সড় পতন।কোথায় গেল মানুষের আবেগ? কোথায় গেল দুর্নীতির বিরুদ্ধচারণ?তবে কি লক্ষীর ভান্ডারেই, লক্ষী লাভ হলো তৃণমূলের?দেখুন, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় কে গো হারান হারিয়ে কিভাবে স্বমহিমায় ফিরে এলো মহুয়া মৈত্র….দলীয় কর্মীরা উচ্ছ্বাসে বলছেন অগ্নিপন্যার প্রত্যাবর্তন ।

সাধারণ মানুষের কাছে তুমি ছিলেন বিদায়ী সাংসদ আবারও সমিমায় তিনি কৃষ্ণনগরবাসীর জন্য দিল্লির মসনদ কাপাবেন এমন টাই অভিমত সাধারণ মানুষের মধ্যে। জয়লাভ করে সাংবাদিকদের মুখো মুখই মহুয়া মৈত্র, জানালেন মুখ্যমন্ত্রীর কথা রাখতে পেরেছি, সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গের প্রায় ৩০ ছুঁই ছুঁই সারাদেশে জোট সার্থক, কৃষ্ণনগরেও প্রধানমন্ত্রী পাশে থেকেও শেষ রক্ষা হলো না কারণ বাংলার মানুষ সাম্প্রদায়িকতা পছন্দ করেনা।

সেদিন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যও বলেন, বড় বড় নিউজ চ্যানেল টাকা খেয়ে যা প্রমাণ করতে চেয়েছিল মানুষ দু হাতে ছুড়ে ফেলেছে তাই আপনাদের কাছে অনুরোধ আগামী দিন সঠিকটা তুলে ধরুন।