দোকানের মধ্যে ফোসফোঁস শব্দ! আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী!

সানি রয় ধুপগুড়ি :- দোকানের এদিক-ওদিক লক্ষ্য করতেই চোখে পড়ে বিশালাকার বিষধর গোখরা! ফোনা উচু করে ফস ফস শব্দ করছে! গোখরো সাপ দেখেই তড়িঘড়ি দোকান থেকে বেরিয়ে পড়েন ব্যক্তি। ঘটনাটি শুক্রবার রাতে ধুপগুড়ির মিলপাড়া এলাকার ব্যবসায়ী সত্যম বৈদ্যের দোকানের মধ্যে। প্রথমে ওই ব্যবসায়ী দেখতে পান তার দোকানের ভেতর থেকে ফসফোস শব্দ আসছে।

পরবর্তীতে তিনি দেখেন তার দোকানের ভেতর বিষধর গোখরা সাপ ঢুকেছে। কাল বিলম্ব না করে তিনি খবর দেন ধুপগুড়ির অন্যতম প্রকৃতি প্রেমী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার অর্গানাইজেশন কে। পরবর্তী তে সংগঠনের পক্ষ থেকে গিয়ে ওই বিষধর গোখরা সাপটিকে উদ্ধার করা হয়।

সংগঠনের সদস্য রনি চৌধুরী বলেন যেহেতু এখন বৃষ্টি চলছে চারিদিকে খাল বিল,সম্পূর্ণ ভরে গেছে তাই নিরাপদ আশ্রয়ের জন্য সাপ এখন মানুষের ঘরে , গোডাউনে আশ্রয় নেয়। যেহেতু পাশেই পাঠের গোডাউন রয়েছে, সম্ভবত ইঁদুর খেয়ে সাপটি লুকিয়ে রয়েছে দোকানের ভিতরে,সাপটিকে বিরক্ত করা হয়েছে প্রচণ্ড ক্ষিপ্ত রয়েছে। উদ্ধার করা সাপটিকে মরাঘাট জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।