তীব্র দাবদহে মানুষ যখন ঘর থেকে বের হতে সমস্যা হচ্ছে তখন নিজের শরীরের চিকিৎসার জন্য একাই বারুইপুর মহাকুমা হাসপাতালে

বাবলু প্রামানিক বারুইপুর :- এক বৃদ্ধকে নিজের শরীরের চিকিৎসার জন্য একাই বারুইপুর মহাকুমা হাসপাতালে আসতে হয়েছে।হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার ক্ষমতা ছিল না। সঙ্গে কোন পরিবারের মানুষও ছিল না। হাসপাতালে চিকিৎসা করার পর রাস্তার ধারে বসেছিল তীব্র দাবদহে। গায়ে কোন জামা ছিল না তার। রোদে গা জ্বলছে যাচ্ছিল। কিন্তু বাড়ি যাওয়ার ক্ষমতা ছিল না।

কথা বলারও ক্ষমতা ছিল না।এমন সময় বারুইপুর থানার কর্তব্যরত পুলিশ তাকে দেখতে পায়। তাকে নিয়ে থানায় যায় প্রথমে। ঠান্ডা জল খাইয়ে সেবা শুশ্রূষা করে। তার নাম বাড়ির ঠিকানার জন্য জিজ্ঞাসাবাদ করে। ওই বৃদ্ধর নাম ভাদুই হালদার। বারুইপুর থানা অন্তগত শংকরপুর অঞ্চলে।বারুইপুর থানা পুলিশের পক্ষ থেকে নিজেদের অফিসে গাড়ি করে ওই বৃদ্ধকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। পুলিশে এই মানবিক সাধারণ মানুষ বাহবা দেয়।