জলের কুমির এখন কৃষ্ণনগরের বুকে! তাই আর সুন্দরবন যাওয়ার দরকার নেই, দেখুন এক্ষুনি এই ভিডিও…

মলয় দে নদিয়া :- আমাদের কথাটা শুনে তাজ্জব হয়ে উঠছেন তাই না?ভাবছেন খোদ নদীয়ার বুকে এ কিভাবে সম্ভব?তবে এবার সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালো, এক কুমির বাবা জীবন..কারণ, গোটা কৃষ্ণনগরবাসী সাক্ষী থাকলো এক কুমিরের দুর্লভ দর্শনে দেখুন সেই ভিডিও…আর সেই কুমির এতটাই তার দৈত্যকার চেহারা যে,

যা সুন্দর বনের কুমিরকেও হার মানাবে…তাই, আজ এই ভিডিওর মাধ্যমেই দর্শন করুন কৃষ্ণনগরের কুমির..অবশেষে বনদপ্তরের উদ্যোগে কৃষ্ণনগর জলঙ্গী নদী থেকে ধরা পড়লো বিশালাকার কুমির। প্রসঙ্গত উল্লেখ থাকে বেশ কয়েকদিন আগে থেকেই কোতোয়ালি থানার অন্তর্গত নতুন সম্ভু নগর এলাকায় মৎস্যজীবীদের প্রথম চোখে পড়ে এই কুমির টি।

এরপরে মাঝেমধ্যে জলঙ্গি নদীতে ঘুরতে দেখা যেত কুমির টিকে। গতকাল অর্থাৎ মঙ্গলবার দিন সকালবেলাতেও খোঁজ মেজাজে তাকে দেখা যায় ষষ্ঠীতলা এলাকায় নদীর ঘাটে। আজ ঘূর্ণি এলাকার একটি ভাটা থেকে বনদপ্তরের সহায়তায় ধরা হলো সেই কুমিরটিকে।