ছোট হলেও জাগ্রত! কারণ, নদীয়ার এই ছোট্ট ছেলেটি দেখুন শেষমেশ, কিভাবে হলো দেশের গর্ব…..

মলয় দে নদীয়া :- না এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ সে হতে পারে ছোট, কিন্তু তার কাছে আজ অনেক বড় বড় মানুষও হয়ে যাবে কাহিল…কারণ, সে যদি তার এই বয়স নিয়ে, এত কেজির ওজন সামলাতে পারে, তাহলে একটি বার দেখুন এই ভিডিও….রানাঘাটের গর্ব সোহান দাস এখন জেলা রাজ্য পেরিয়ে গর্ব দেশের। বয়স মাত্র ১৭। এ বছরই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

ভারতে পূর্বের সব রেকর্ড ভেঙে দিলো রানাঘাটের গর্ব সোহান দাস।কয়েক দিন আগে মধ্যপ্রদেশে ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়। সেখানে নিজের দক্ষতার সাথে আগের আন্ডার 19 এর রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের মুকুট ছিনিয়ে নিলো সোহান। প্রিভিয়াস রেকর্ড ছিল ২১০ , কিন্তু রানাঘাটের ছেলে সোহান ২১২ .৫ কেজি ওজন তুলে সব রেকর্ড ভেঙে দেয় ।

সোহান জানায় পড়াশোনার পাশাপাশি সে পাওয়ার লিফটিং কম্পিটিশন ডিস্ট্রিক্ট এ আন্ডার 25 এ দ্বিতীয় হয়েছিল। রানাঘাট হারকিউলিস জিম থেকে তার প্রশিক্ষণ নেওয়া। বাবা মায়ের সাপোর্ট সব সময় পেয়েছে। আর ও বড় চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করতে চাই সে। সে দেশের জন্য আরো মুকুট ছিনিয়ে আনতে চায়।