চার বন্ধুর থেকে কিভাবে এক বন্ধু হারিয়ে গেল চিরতরে? দেখুন, নদীয়ার সেই বেদনাদায়ক ঘটনা…

মলয় দে নদীয়া :- কথায় বলে না যত হাসি তত কান্না…..ঠিক তেমনি এবার চার বন্ধু মিলে, ভাগীরথীর গঙ্গার জলে নৌকা ভাসিয়ে ঘুরতে গিয়েই ঘটে গেল এই বিপত্তি….কিন্তু চার বন্ধু একসাথে থাকলেও কিভাবে একজন হারিয়ে গেল দেখুন সেই ঘটনা….বাহিরচড়ায় ভাগীরথী নদীতে ডিঙ্গি নৌকা উল্টিয়ে নিখোঁজ এক যুবক,সন্ধান পেতে নামানো হলো বিপর্যয় মোকাবেলা দপ্তরের ডুবুরি কে, ঘটনাটি ঘটেছে শনিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ, নিখোঁজ ওই যুবকের নাম মহাব্বাত মন্ডল,আনুমানিক ২১ বছর,বাড়ি নবদ্বীপ ব্লকের বাহিরচড়া গঙ্গাধর পাড়া এলাকায়,স্থানীয় সূত্রে জানতে পারা যায়,শনিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ বাহিরচড়া উত্তর পাড়া ঘাট থেকে একটি ছোট ডিঙি নৌকায় ওই যুবক সহ ৩-৪জন মিলে নদীর ওপারে যাচ্ছিল ঘাস কাটতে,

সেই সময় ভাগীরথীর মাঝামাঝি হঠাৎ ডিঙ্গি নৌকাটি উল্টে যায়, তিনজন কোনক্রমে সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও মহাব্বাত মন্ডল নামক ওই যুবক তলিয়ে যায়,বিষয়টি জানাজানি হতেই ভাগীরতি নদীর তীর বরাবর প্রচুর মানুষের ভিড় জমে যায়,এরপর খবর পাঠানো হয় নবদ্বীপ থানায়,পাশাপাশি খবর দেওয়া হয় জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তরকে, প্রায় এক থেকে দেড় ঘন্টা পর বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌছায়,পরে ওই যুবকের খোঁজে ভাগীরথী নদীতে নামানো হয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের এক ডুবুরিকে, বেলা প্রায় পৌনে বারোটা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি ওই যুবকের…..