এ যেন অঘোষিত এক শান্তিপুরের ভাঙা রাস দেখলো, গোটা নদীয়া! কিন্তু আসল কারণটা কি? জানুন…..

মলয় দে নদিয়া :- গোটা দুনিয়া কাঁপছে টি-টোয়েন্টি ক্রিকেট জ্বরে। দক্ষিণ আফ্রিকার সাথে আজ ভারতের খেলা নিয়ে সকাল থেকেই উত্তেজনা হার মানিয়েছে রাজনীতিকেও। আর তাইতো বৃষ্টির মধ্যেও সকলে একসাথে খেলা উপভোগ করার জন্য কোথাও টিভির দোকানে কোথাও বা জায়ান্ট স্ক্রিনের সামনে ভিড় জমিয়েছেন তারা।

মাঝেমধ্যে এক হাত পষলা বৃষ্টি ও এসেছে কোথাও কোথাও কিন্তু ছাতা মাথায় দিয়েই ভারতের জয় দেখার অপেক্ষায় সারা দেশবাসী।আর ঠিক তার মাঝেই, ঘটে গেল সেই ঐতিহাসিক মুহূর্ত….আমাদের দেশ ভারত বর্ষ আবারো জগত সবার শ্রেষ্ঠ আসনে, যেন রাজার মতন চড়ে বসলো…তবে, জগৎ বিখ্যাত নদীয়ার শান্তিপুরের ভাঙ্গা রসের শোভাযাত্রার মতন দেখা গেল এক জন প্লাবন। ক্রিকেটপ্রেমীরা উন্মাদনায় বৃষ্টিকে তোয়াক্কা না করেই ভাসালো শান্তিপুরের রাজপথ।