এ আবার কেমন রথ? যেখানে দূরবীন দিয়ে দেখতে হবে আপনাকে……

বিশ্বজিৎ নাথ পলতা :- কি রথ দেখতে পাচ্ছেন না?থুড়ি, দেখবেন কি করে….এখানে তো এই রথ দেখতে গেলে আপনাকে, দূরবীন বা আতস কাঁচের সাহায্য নিতে হবে…কারণ, এমনই এক রথ, যে রথ হয়তো একটি পিঁপড়েরও সমান..তাই দেখুন এক ব্যক্তির সেই অসাধ্য সাধন…কলকাতার আর্ট কলেজ থেকে পাশ করা পলতার দেবপ্রসাদ মালাকার বেশ কয়েক বছর ধরে দেবী দূর্গা, কালী মূর্তির পাশাপাশি মনীষীদের ক্ষুদ্র মূর্তি বানিয়ে তাক লাগিয়েছিলেন। এ

র তাঁর নতুন সংযোজন মাত্র দুই সেন্টিমিটার উচ্চতার রথ। মাত্র ছয়দিনের ব্যবধানে এই ক্ষুদ্র রথ বানিয়ে সকলকে তিনি চমকে দিয়েছেন। রথ তৈরিতে তিনি ব্যবহার করেছেন কাগজ, মাটি ও রঙ।তবে এই ধরনের ক্ষুদ্র জিনিস বানানোকে বলা হয় মিনিয়েচার শিল্পকলা।

মিনিয়েচার শিল্পী দেবপ্রসাদ মালাকার বলেন, ক্ষুদ্র রথটিকে কোনও প্রদর্শনীতে তুলে ধরতে চান। এর আগে তিনি দূর্গা মূর্তি ছাড়াও নানান দেবদেবী ও মনীষীদের ক্ষুদ্র মূর্তি গড়েছিলেন।